Saturday, September 24, 2011

ছবি পাঠানোর নিয়মাবলী :
১. ছবিটি নিজের তোলা হতে হবে  .
২.ছবিটি কোনো এডিট করা যাবে না .
৩. যে কোনো মেগাপিক্সল ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে 
৪. ছবি সিলেক্ট হলে ছবিটির উপর সব অধিকার ব্লগের 
৫. প্রথম পুরস্কার ৫০০ টাকা + প্রিন্ট + সার্টিফিকেট . দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার - প্রিন্ট + সার্টিফিকেট .
৬.ছবির সাথে নাম ঠিকানা আর ফোন নাম্বার পাঠাতেই হবে . 
৭. ইমেল করে ছবি পাঠালেই ভালো ,না পারলে  সিডি বা চিপে করে হাতে হাতে দেওয়া  যাবে .
৮. প্রথম ১৫ জনের ছবি ব্লগে রাখা থাকবে .
৯. বাদ্কুল্লা এবং তার আশেপাশের পুজোর ছবি হলেই অগ্রাধিকার বেশি পাবে . 
১০. ছবি নির্বাচন এবং প্রথম , দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন করার জন্য শিল্পীরা আছেন , তাদের নির্বাচন মেনে নিতে হবে . 
১১. ফটোসপ বা অন্য কোনো ভাবে ছবি এডিট করলে ছবিটি বাতিল হবে .
১২. ১৩ অক্টোবর এর ভিতর ছবি না পাঠালে আর নেওয়া হবে না .
১৩. পুরস্কার এর দিন ও সময় এই ব্লগে  ১৩ তারিখের আগেই জানিয়ে দেওয়া হবে 
১৪. ৫ টির বেশি ছবি পাঠাবেন না .


email :badkullapuja@gmail.com

ব্লগ সম্পাদকের সই : 

                                      তারিখ :২৪/০৯ /২০১১

1 comment:

  1. Durga pujor basi dari ney,amadr club er nam udayan sangha,
    amar bari badkulla tay,r ay sob photo amar ka6au a6e 2009 takhe 11 sob

    ReplyDelete